Navigation Menu+

শিমুল গাছ

Posted on Aug 15, 2020 by in Bengali, Poems | 0 comments

শিমুল গাছে কলি ফুটেছে আমার মনের দুয়ারে মধু মাস এসেছে ।
এসো এসো মধু মাস স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম শুভেচ্ছা।
শিমুল গাছে যৌবন জোয়ারে বইছে মধু মাস ,যৌবন জোয়ার
হিমেল হাওয়া এই মধু মাসে মৌ গুন গুনে পাখা মেলেছে ,
মনের কোকিলে বেণি সুতার মধুর সুর বেধেছে।
বনের পাখিরা মধু মাসে কোকিলে বেণি সুতার মধুর সুরের নেচে
নেচে মধু মাসে খুশী বিলিয়ে দিচ্ছে হিমেল হাওয়া উড়িয়ে দিচ্ছে
রং বেরঙের ঘুড়ি(ফুল) গুলো ঐ শিমুল গাছে ।
এই মধু মাসে প্রাকৃতিক সৌন্দর্যে মেলা লেগেছে ঐ শিমুল গাছে।
মন তো আমার ভালবাসা দিবো উজাড় করে ,জুড়াবো দু নয়ন ।
শিমুল ফুলের সুন্দর সৌরভ মধুর মাস উপভোগ করিবো মন
প্রাণ ভরে ।