Navigation Menu+

রাতে বাহার

Posted on Jul 19, 2020 by in Bengali, Poems | 0 comments

বা কি সুন্দর মিট মিট মিঠা মিঠা চাঁদের জ্যোৎস্নার বাহার
বয়ে চলছে এই নিঝুম ও রাতে।
এই নিঝুম ও রাতে বইছে তন মন জুড়ানো মিঠা মিঠা
শান্তির ময় হাওয়া।
বাহারে বা কি সুন্দর নিঝুম রিম ঝিম সোনালি রাত বইছে ।
এই সুন্দর নিঝুম রিম ঝিম সোনালি রাতে বিলিয়ে দিয়েছে
হাসনাহেনার ফুলের সৌরভ।
এই সোনালি নিঝুম ও রাতে হাড়িয়ে যাওয়া চোখের ঘুমের
স্বপনের বরাতের বাহার লেগেছে ।
মন আমার মনের দুনিয়া ফণ ফণে হাওয়া সাথে দুলছে।
বা কি সুন্দর চমৎকার রাতে আমার ফাগুনের সৌরভ
লেগেছে ।
মন আমার চঞ্চল এই রাতে খুশীর বাহার লেগেছে ।