Navigation Menu+

বেদের দল

Posted on Jun 23, 2020 by in Bengali, Poems | 0 comments

আমরা যা যা যা বর দল,আমরা বেদের দল।
আমরা যা যা যা বর দল,আমরা বেদের দল।
আমরা যা যা যা বর দল।
আমাদের বোক ভরা আছে আসা বিলিয়ে দেই
দুনিয়ারে প্রাণ ডালা ভালবাসা মেলা।
আমরা না লোভী না অহংকারী তাই তো আ-
মাদের নাই কোন বসত বাড়ি নাই কোন ঠি-
কানা দারি ।
পৃথিবী এই কুলে ঐ কুলে ঘুরে বেড়াই পৃথিবী-
র প্রাকৃতিক দৃষ্টি নন্দন মন মুগ্ধকর আমাদের
মন।
প্রাকৃতিক রং বেরঙের মানুষের সাথে মিলি
আমরা,বিলিয়ে দেই আমাদের ভালবাসার খু-
শীর মেলা, ভোযার বাজি মেলা, রস খোসাই,
বিশ খোসাই, দাঁতের বালাই খোসাই,দেখাই
আমরা ভেলকি বাজি খেলা মাছরাঙ্গা পাখির
রাঙ্গা ঠোট দেখাই,রূপকথার রাজ কুমারী অ-
পূর্ব সুন্দরীর পুতুল দেখাই, বিশ ধর সাপের
খেলা দেখাই, আয়না চিরনি কানের দুল কাঁ-
চের চুড়ির রং বেরঙের মেলা, রং বেরঙের মা-
নুষেগুলো ভেসে বেড়ায় খুশীর ভেলায়, মিলাই
আমরা খুশীর মেলা।
আমরা যা যা যা বর দল,আমরা বেদের দল।
আমরা যা যা যা বর দল,আমরা বেদের দল।
আমরা যা যা যা বর দল।
আমাদের বোক ভরা আছে আসা বিলিয়ে দেই
দুনিয়ারে প্রাণ ডালা ভালবাসা মেলা।