Navigation Menu+

সন্ধ্যা লগন

Posted on Jun 18, 2020 by in Bengali, Poems | 0 comments

বেলা বইছে সন্ধ্যা হয়ে আসলো পশ্চিমা গগনে
সূ্র্য ডুবিতাছে।দিচ্ছে আঁকাস দিনের শেষ বেলার হাঁসি।
এই সন্ধ্যা লগনে এই মধুময় পবনের সাথে জুটি বাঁধে
পাড়ি দিব দুর বহু দুর, ঐ সন্ধ্যা লগনে
আসা নিয়ে বসে আছে বাড়ীয়ালি আসবে বেলা থাকিতে।
বেলা বইছে সন্ধ্যা হইয়ে আসিলো গাং পাড়ি দেওয়া
হলো না এখনো।কখন যে দেখা হবে বাড়িয়ালির সাথে।
এ না ভেবে এই উড়ায়ে দিলাম গগনে পবনে বৈঠা,দিলাম
উড়িয়ে গগনেতে পবনে বৈঠা।
ঢেউয়ের সাথে পবনের সাথে তাল মিলায়ে দিতে হবে পাড়ি গাং।
গাংচিল তোমরা সন্দেশা দিও আমার বাড়িয়ালির কাছে ।
সন্ধ্যা লগনে অপেক্ষা বাহারে সুভাস ভাসিতাছে এই পবনেতে ।
সুভাসে নিসানায় উড়ায়ে দিলাম গগনে পবনে বৈঠা,
উড়িয়ে দিলাম গগনে পবনে বৈঠা।
গাং পাড়ি দিয়ে দেখা করিব বাড়ীয়ালির সাথে।
ঐ দুরে দেখা যায় গাঙ্গের তীররে ভাই, ঐ দেখা যায় গাঙ্গের তীর।
অপেক্ষার প্রতিভার ফুল ফুটেছে আমার বাড়ীর আঙ্গিনায় পাসে ,
নদীর তিরে।