Navigation Menu+

বাংলাদেশের নদী

Posted on Jun 17, 2020 by in Bengali, Poems | 0 comments

ঐ আমাদের নদী ,ঐ আমাদের পদ্মা নদী, ঐ আমাদের মেঘনা
নদী,যমুনা তিস্তা কপোতাক্ষ ইছামতী নদী বাংলাদেশে প্রাকৃতি
বৈচিত্র্যময় নদী চারো দিক ধুঁ ধুঁ পানি পানি আর পানির গর্জন ।
বাংলাদেশের নদ নদী প্রাকৃতি সৌন্দর্য মন মুগ্ধকর প্রতিভা।
নদী গর্জে উঠা পানির ঢেউয়র সং সং ধ্বনি, জল রাশি বাতাসে
সাথে মিলে হিমেল হাওয়া দিচ্ছে এলাকা জুরে ।,
পানির ঘোলনা ঢেউ তরঙ্গে ভাঙ্গিতাছে কতো ঘড় বাড়ী ।
পাতাল পুরে পদ্ম বুড়ী ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে পানির
ঘোলনা উঠায়াছে নদীর মধ্যে, দুর থেকে এক পলক দৃষ্টি নন্দন
মজাই মজা ,সে ঘোলনা মধ্যে যে পরিবে সে সর্বনাশ, এক পল-
কে পাতাল পুরে নড় রাক্ষস পদ্ম বুড়ীর পেটে।
বাংলাদেশে নদ নদীর জোয়ার ভাঁটা ঢেউ তরঙ্গে সং সং ধ্বনি ,
কখনো পানির ঘোলনা সূর্য উদয় আর অস্ত যাওয়া চাঁদনি রাতে
চঁন্দ্রমা নদীর বোকে ঢেউয়ের সাতে মিলে দোদুল দোলা এইতো
নদীর খেলা।
বাংলাদেশের নদীর কতো না গল্প কাব্য কতো না কবিতা ছড়া
গান ভাঁটিয়ালি গান শুনিতে কতো না বাসনা জাগে ,কতো না
মধু লাগে ।
অনেক বাসনা নিয়ে নদী ভোমনে যেয়ে অবাক হয়ে চিৎপটাং
হলাম।
বিলীন হয়ে গেছে নদীর পানি,বিলীন হয়ে গেছে নদীর প্রাকৃতি
দৃর্শ্য জেগে উঠেছে বালুর চর বালু আর বালু ধু ধু বালু বালু আর
বালুর চর।
নদীর বালুর চরে সূর্যে উপ্ত তাপে ভাঁজা বালুর কর্নাগুলো বাতা-
সের সাথে উড়ে এইতো ঝলসে দিলো আমার মোখমন্ডলটারে।
নদী শুকিয়ে মিডিলইর্ষ্টে মরুভূমি ইন্ডিয়ার রাজস্তানে মরুভূমি
হয়ে গেছে ।
নারী ও নদ নদীর বৈচিত্র্যময় সব কিছুই বিলীন হয়ে গেছে ।
নদী শুকিয়ে মরুভূমি রূপ ধারণ করেছে।
নারী আপন ঘড়ে আগুন লাগিয়ে রাস্তায় নেমেছে সংগ্রাম চলবে।