Navigation Menu+

জাদুগর নি

Posted on May 21, 2020 by in Bengali, Poems | 0 comments

এসো গো জাদুগর নি দিয়ে যাও জাদুকা ছাপ্পি।
দিব আমি আমার বুক ভরা ভালবাসা পাপ্পি।
তোমার চোখের ভালবাসা জাদুর টানে করেছো
আমায় অজ্ঞেন হারিয়ে গেছে আমার দুনিয়া ,
ভাসায়ে দিয়েছ আমাকে তোমারই ভালবাসার
মন মহনায় ।
এসো গো জাদুগর নি দিয়ে যাও জাদুকা ছাপ্পি।
দিব আমি আমার বুক ভরা ভালবাসা পাপ্পি।
তোমায় নিয়ে বর্ষার শ্রাবনে ঐ ভালবাসার পবনে
নৌকায় চরে যাব আমি ভালবাসার ভুবনে শাপলার
ফুল কলিতে ।
শাপলা ফুলের মেলা থেকে আসার ঐ কিরণ দি-
য়ে সাজাব তোমাকে, কাটিব প্রহর আমরা দুজন
মিলে।
ঢেউয়ের তালে তালে তোমারই মনে প্রতিভা দোলে,
শাপলা ফুলের মেলায় শাপলাই ডেঁপ থেকে পুটুর
পুটুর খৈয়ের ছন্দ ফুটে ,খৈ শালু গেঁচু দিয়ে চাঁদনী
রাতের ভোজন করিব দুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য
ফুটাব আমরা দুজন মিলে।
তুমি আমার মামনি হয়ে থাকবে আজীবন ভেরে।

 

এ কবিতা আমার বন্ধুর নব জাত মেয়ের জন্য লেখা