Navigation Menu+

সান্তনা

Posted on May 19, 2020 by in Bengali, Poems | 0 comments

মন যে আমার পরশমনি দেখিছো কি একবার আয়নাতে।
ফুলের তোরার শোভা সৈরভে ভরপুর অপরূর্ব প্রাকৃতি সৌন্দর্য্য।
তাইতো বলি সময় বয়ে যায় দ্রুত, কিভাবে মনকে বুঝাই।
অবুঝ মন আমার সৌন্দর্য ডালি দেখিতে দেখিতে বেলা বয়ে যায়।
যায় বেলা যাকনা কি বা আসে যায় তুমি আছোতো আমার পাসে।
দুনিয়ার রঙ্গিল জ্যোৎস্না দেখিলে চোঁক্ষে য্যুতি নষ্ট হয়ে যায়।
আমাদের অন্তরে য্যুতি জ্যোৎস্না রাঙ্গিয়ে বিলিন হয়ে যাই।
অন্তরে রাঙ্গানো য্যুতি জ্যোৎস্না তোমার হাতের সরবতে নিশিতে
মনের সান্তনা।