Navigation Menu+

ঘুম

Posted on Feb 12, 2020 by in Bengali, Poems | 0 comments

আয়রে ঘুম, ঘুম আয়, আয়রে আয় ঘুম আয়
এ নিঝুম ও রাতে ঘুম আয়।
আয়রে ঘুম, ঘুম আয়, আয়রে আয় বাবু মনি
খুকু মনির চোঁখ জুরে ঘুম আয় ।
আয়রে ঘুম, ঘুম আয়, আয়রে আয় ঘুম আয়
স্বপনে স্বর্গে বাগিচা ফুলে মেলাতে নিয়ে যাও খুকু
মনি বাবু মনিকে, আয়রে আয়
ঘুম আয়, আয়রে ঘুম, ঘুম আয়।
আয়রে ঘুম, ঘুম আয়, আয়রে আয় স্বপন ভরা
মনে স্বপনে স্বর্গে নিয়ে যাও রে।
আয়রে ঘুম, ঘুম আয়, আয়রে আয় চোখের পল-
ক ভরে চাঁন তাঁরা বাগিচার ঝলকে দিয়ে যাও রে।
আয়রে ঘুম, ঘুম আয় ,আয়রে আয় ঘুম চোখ
ভরে আয়, আয়রে ঘুম আয়রে আয় ঘুম আয়।
আয়রে আয় ঘুম স্বর্গের শান্তি নিয়ে এসে দেও
সরায়ে মনে পরদা মনের আয়নাতে ভেসে উঠুক
মনের বাসনার রংধনু মেলা।