Navigation Menu+

গলিয়া

Posted on Jan 3, 2020 by in Bengali, Poems | 0 comments

সিরাজদিখাঁন থানায় কোলা গ্রামে খেলার মাঠে
পহেলা বৈশাখী পহেলা বৈশাখী মেলা লাগিয়াছে।
রঙে রঙে নানান রঙে রংধনুর মেলা লেগেছে।
রং বেরঙের মানুষের মোক্ষে হাঁসি খুশীর মেলা
লেগেছে,খুশীর মেলা ধুম লাগিয়াছে ঊ কড়া বাদাম
সুবাস উড়িতেছে কোলা গ্রামে খেলার মাঠের
পবনেতে।
এই না দেখে আসে পাসের গ্রামেতে দুর দূরান্ত
থেকে রং বেরঙের মানুষগুলো হৈ হৈ রৈ রৈ করে
সুটে চলছে কোলা গ্রামে পহেলা বৈশাখে পহেলা
বৈশাখী মেলাতে।
রং বেরঙের পোটকা, বেলুনের খেলা মেলা লেগেছে।
মাটির হাতি ঘোড়া বাঘ ভালুক সোনার হরিণে দল
বেধে মেলা মিলাইয়েছে।
বাঘ বলে মহিষকে হয়ে যাক এক দম,মহিষ বলে
আমার সাথে চ্যালেঞ্জ করো না আমার মালিক
খেলার সাথী ছোট কোঁকা আসিতেছে, নিয়ে যাবে
বাড়ীতে, নিজের বুদ্ধির কৌশলে জিতিয়ে দিবে
আমাকে।হাতি ঘোড়া বলে আমাদের খেলার সাথী
খোকা খুকু আমাদের মালিক আসিতাছে আমাদের
পিঠে চরে নিয়ে যাব বন্ধুর বাড়ী।
পুতুল বলে মা মুনি খুকুমণি আমাকে বোকে করে
নিয়ে যাবে বাড়ীতে, আদর ভালবাসা চুমো দিয়ে
ঘুম পারাবে, খেলবে সারা বেলা,শ্রাবণ মাসে নৌকায়
করে নিয়ে যাবে খুকুমণির নানা বাড়ীতে,খাওয়াবে
আমাকে আম জাম দুধ কলা,মিলবে খুকুমণির শৈশব
বেলার খুশীর মেলা।