Navigation Menu+

হরিণ

Posted on Nov 5, 2019 by in Bengali, Poems | 0 comments

মন দরিয়া মন মুগ্ধতা ।
কার্সবনে ফুলে ফুলে সাদা।
চেড়ী ফুলে মধু বিলাসিতা ।
বাই স্কুপের রং বেরঙের
ঘটনা।
খোকা খুকু খেলনা মেলা ।
চাঁদনী রাতে সোনার হরিণে
মেলা ।
এ পৃথিবী আমার শান্তি ছায়া।
মধুর রাতে চাঁদের জ্যোৎস্না
ঝিল মিল হাঁসে।
মধুর রাতে চাঁদের জ্যোৎস্নায়
প্রাকৃতি পৃথিবীর সুন্দর্য ভাসে
দুনয়নে, মন দরিয়া মালঞ্চর
বাহার ।
চাঁদনী রাতে চাঁদের জ্যোৎস্না
প্রাকৃতির পৃথিবীর সৌন্দর্য
প্রতির্ভা মিট মিট ঝলকাছে
দুই নয়ন জুরে।
মন আমার ভেসে বেড়ায় খুশীর
ভেলাতে।