Navigation Menu+

চঞ্চল মন

Posted on Nov 5, 2019 by in Bengali, Poems | 0 comments

এ এসেছে মধুর মাস লাগলো খুশীর মেলা
ঝরছে ঝিরি ঝিরি খুশীর কুয়াসার ঝর্ণা ।
ফাগুনে ফুল কলিতে ফুঁটেছে খুশীর মেলা ।
ফুটিয়াছে মন আঁকাসে রংধনুর রঙে রঙে
সাত রঙে মেলা।
প্রবাহিত পবনে উঠছে ঢেউ সাদা কার্সবনে,
শাড়ী শাড়ী সাদা কাসফুলে বাঁগিচায় ঢেউ।
রাজহাঁসগুলো দল বেঁধে খুশীতে মাতিয়া
উঠে দোলাচ্ছে পুকুরে পানি।
মিলাচ্ছে খুশীর মেলা ঢেউয়ের তালে তালে
তাল , ঢেউয়ের তালে তালে আমার
অঙ্গ দোলছে, ঝরছে ঝিরি ঝিরি খুশীর ঝর্ণা।
ঝরো ঝরো খুশীর কুয়াসার ঝর্ণা অঙ্গ ভিজে,
কুয়াসার শিঁ শিঁ বিন্দু সাদা ভুরু মোছু ভুত সেজে
নেচে নেচে বিলিয়ে দিবো খুশীর রংধনুর রাঙ্গানো রং।
খুশীর কুয়াসার শিঁ শিঁ মন ফাগুনে গেন্দা ফুলে ফুলে।
এই এসেছে মধুর মাস রাতের চাঁদ মামা প্রভাতে রবি কৃরণ।
প্রভাতে রবির কৃরণ খুশীর ঝিল মিল বাদলের
জোয়ারে ভেসে যাক সবার জীবন।
এ এসেছে মধুর মাস লাগলো খুশীর মেলা
ঝরছে ঝিরি ঝিরি খুশীর কুয়াসার ঝর্ণা।