Navigation Menu+

খুকুমণি

Posted on Nov 5, 2019 by in Bengali, Poems | 0 comments

ও আমার ছোট খুকু মনি ভালবাসার
আদুর নি হিম্মত হীন হৃদয় হাঁসি আর
কান্নায় ভরপুর অপরূপ সুন্দরী তুমি।
একটু খানি ব্যতিক্রম ভালবাসা খুকু
মনির দুঃখ বেদনার হৃদয় ভাঙ্গা কালো
মেঘের দুনিয়া আধারে ঢাকা ঝরো ঝরো
বৃষ্টি ঝর্ণা।
এক গুচ্ছ খেলনার ঝুড়ি খুকুমণি তোমার
খেলায় খেলায় হাঁসি মোক্ষে মুক্ত ঝরে ,
খুশী মোক্ষে বয়ে দেও বেলা।