Navigation Menu+

কলই ছেই

Posted on Sep 21, 2019 by in Bengali, Poems | 0 comments

পৌষে শীতের প্রর্ভাতে কলই খেতে রঙ বেরঙে
ফুলে শিঁ শিঁ ফোঁটা ফোঁটা প্রাকৃতি সৌন্দর্য
প্রতির্ভা সৌরভ বিলিয়ে দিচ্ছে, মৌমাছি ভোমরে
গুন গুন সরিষা ফুলে ফুলে কলই ফুলে সর্বক্ষণ।
কলই ভাঁজা কটর মটর, কট্রর মট্রর কি মজা।
আরো মজা কুলই ছেই ভুনা মুরি দিয়ে খাওয়া।
খেতের কোনে বা পুকুর পারে আগুনে পুড়িয়ে লাঠি
দিয়ে পিটায়ে আগুন নিভিয়ে গরম গরম কুরিয়ে
কুরিয়ে ফু দিয়ে ছেয়ের জুসের অপূর্ব সাধ খাইতে।
পৌষ/ মাঘের প্রভাতে শিঁ শিঁ ভেঁজা ঠান্ডা শীতল
ছেই এর জুসি এক অপূর্ব শীতল অনুভূতি।