Navigation Menu+

কদম ফুল কদম ফুল কদম ফুল

Posted on Aug 26, 2019 by in Bengali, Poems | 0 comments

কদম গাছে ধরেছে কদমফুল
রূপসি তরুণ অন্যতম রূপ তোমার।
টিয়ে পাখির বিয়ে হচ্ছে ।
সাজ স্রমজাম নিয়ে ব্যস্ত
রং বেরঙে সাজ দিচ্ছে কদমফুল ।
হলুদ রঙে উপর সাদা রং মাখানো
ঝিলিক ঝিলিক কদমফুল কদমফুল ।
কদম গাছে কদমফুলে ফুলের তাঁরা
মেলা ।
কখনো রাতের তাঁরা কখনো সন্ধ্যা
রাতের
সুর্য ডোবার কুসুম ।
প্রাকৃতি সুন্ধ্য মন মুগ্ধ কর ।
শ্রাবণের বাদল দিনে আল্লা কদমফুল
করেছে দান, গন্ধ সৌরভ মাখানো
কদমফুলে ।
শ্রাবণে মেঘ বৃষ্টি রৌদ্র ভালবাসার
মাখানো কদমফুল ।
কদম ফুল কদম ফুল কদম ফুল।।।