Navigation Menu+

আসার কিরণ

Posted on Aug 26, 2019 by in Bengali, Poems | 0 comments

বয়েস আমার সুইট 16, হৃদয়ে আমার সুইট 16,বইছে মধু মাস,
বইছে মনে মধু মাসের হাওয়া, দুলছে মন দো দুল দোলা।
ফুটিল ফুল প্রেম বাগিচায় ডাকছে কোকিল কুহু কুহু , ফুলের
সুবাসে মন দরিয়ায় উঠিলো তুফান।
ঐ তুফানের পবনে উড়িয়ে নিয়ে গেল অবুঝ মনটা আমার ।
পবনে ভেসে আকাশে ঐ আসার কিরণ তুলে রাঙ্গাবো আমার
মনটারে ।
মনে ঐ প্রজাপতিগুলো উড়িয়ে দিলাম রং তুলি দিয়ে।
মন আমার মন আকাশের তাঁরার ফুলগুলো সাজাবে সুন্দর সোনালি
সন্ধ্যা মন আঁকাসে ।
দুঃখ পহর পারি দিয়ে সুন্দর সৌরভ সোনালি সন্ধ্যায় সুখ নগরে মধু
মাসে দোলায় দুলে দুলে বয়ে দিব বেলা, ফোটাবো সোনালির সন্ধ্যার
মন আকাশে চাঁন তাঁরা বাগিচা মেলা।